
oplus_2

মোঃ আব্দুল আজিজ মণডল, নওগাঁ
নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল রোববার সকাল ১১ঘটিকায় রাজশাহী বনবিভাগের বিভাগীয় ও সামাজিক বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মহাপরিচালক যুগ্মসচিব প্ররিখন ও মূল্যায়ন সেক্টর ০৮ আইএম ইডি পরিকল্পনা মন্ত্রণালয়ের মোঃ শাহাদাত হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সচিব পরিচালক পরিখন ও মূল্যায়ন সেক্টর ০৮আই এম ইডি পরিকল্পনা মন্ত্রণালয়ের মোঃ কামাল হোসেন, উপপরিচালক সিনিয়র সচিব পরিখন ও মূল্যায়ন সেক্টর ০৮আই এম ই ডি পরিকল্পনা মন্ত্রণালয়ের মোঃ সোহেল মারুফ।এ সময় সহনীয় পর্যায়ের বন কর্মকর্তা, উপকার ভোগি , সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।