মার্চ ২১, ২০২৫
Home » পঞ্চগড় দুই শতাধিক প্রবীণকে শীতবস্ত্র দিয়েছে রিক
Panchagarh RIC Pic-01

মো:শহীদুল ইসলাম, পঞ্চগড়

পঞ্চগড়ে প্রচন্ড শীতে চরম দূর্ভোগে থাকা প্রবীণ জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার-রিক। গত কাল সোমবার সকালে রিক পঞ্চগড় এরিয়া অফিস ধাক্কামারায় দুই শতাধিক প্রবীণের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এবং রিক সদর শাখার ব্যবস্থাপক জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা সমা জসেবা কর্মকর্তা লায়লা আরজুমান। এ সময় রিক পঞ্চগড় জোনের জোনাল ম্যানেজার আব্দুল মালেক প্রামানিক শামীম, পঞ্চগড় এরিয়া ম্যানেজার রেজাউল করিমসহ ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট স্থানীয় কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *