মার্চ ২১, ২০২৫
Home » প্রেস ক্লাব রামপালের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
1737967337797

তালুকদার হাসান,বিশেষ প্রতিনিধি বাগেরহাট

প্রেস ক্লাব রামপাল’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৈষম্যবিরোধী জুলাই বিপ্লবের পরে এই প্রথম সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে এ অনুষ্ঠান পালন করা হয়। গতকাল ২৬ জানুয়ারি  (রবিবার) জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের রূহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করা হয়। প্রেস ক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে গতকাল অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও বিশিষ্ট ব্যক্তিগণকে প্রেস ক্লাব রামপালের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উপজেলা পরিষদের অডিটোরিয়ামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম, বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় জামায়াতের ইসলামীর সূরা সদস্য ও বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, রামপাল উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম
রামপাল উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, বিশিষ্ট কবি ও গবেষক মো. মনিরুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, জামায়াতের ইসলামীর যুব বিভাগের সভাপতি মো, আসাদুজ্জামান, উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি মো. মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা। অন্যান্যের আরো বক্তব্য দেন সহসভাপতি এ, এইচ নান্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, অর্থ সম্পাদক সুখময় ব্ৰহ্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো
হারুন শেখ, সদস্য মুর্শিদা পারভীন, সাধারণ সদস্য কবির আকবর পিন্টু, সরদার মহিদুল ইসলাম, মো. আব্দুল্লাহ শেখ। আরো উপস্থিত ছিলেন চুলকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেকেন্দার মোড়ল, সোবহান হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ইলে ক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিবিদ শামীমুর রহমান শামীম দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *