

মো:আজগর আলী,চট্টগ্রাম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার অন্তগত ২ নং দাতমারা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের বাসিন্দা পলাশ মহাজন( ৪৪) পিতা মৃত অনিল মহাজন নামের এক কৃষকের কাছে স্হানীয় সন্ত্রাসীরা চাদা দাবীতে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে, এবিষয়ে ভুজপুর থানায়,অপহ্রদ পলাশ মহাজনের ছেলে অনিক মহাজন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন জি,ডি নং ৪৮২/২৫। অপহরণের ৫ দিন পর ভুজপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অপহরকৃত পলাশ মহাজনকে হাত পা বাধা অবস্থায় পাশ্ববর্তী মীরেশ্বরাই হিঙ্গুলী পাহাড় থেকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে ভুজপুর থানায়
নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার জন্যে প্রথমে নাজিরহাট হাসপাতালে পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসা শেষ পলাশ মহাজন চিকিৎসাপত্র নিয়ে ভুজপুর থানায় মামলা করতে গেলে থানা মামলা গ্রহণ করেননি বলেছে আদালতের মাধ্যমে মামলা করতে, গত ২১ জানুয়ারি পলাশ মহাজন চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে হাজির হয়ে আইনজীবীর সহায়তায় চিহ্নিত ৭ জনকে আসামী এবং নাম নাজানা আরো ৫/৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন যাহা সি,আর,মামলা নং ২৪/২০২৫ ইং( ভুজপুর) ধারা ১৪৩/৩৬৪/৩৮৫/৩৮৭/৫০৬ (২) ৩৪ দ: বি:। মামলাটি আদালত আমলে নিয়ে ভুজপুর থানাকে তদন্তের জন্যে প্রেরণ করেছেন। সন্ত্রাসীরা মামলা তুলে নিতে বাদীকে বার বার হুমকি প্রদান করছে বলে মামলার বাদী পলাশ মহাজন অভিযোগ করেছেন।