

বনানী ঢাকা প্রতিনিধি
চাঁদাবাজদের গ্রেপ্তার, বনানী থানার ওসি ও গুলশান জোনের অপরাধ বিভাগের ডিসির পদত্যাগের দাবিতে বনানী থানার সামনে বিক্ষোভ করেছে একদল বিক্ষুব্ধ জনতা। রবিবার (২৬ জানুয়ারি) রাতে এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রবিবার রাতে বনানী থানার সামনে গিয়ে দেখা যায়, শতাধিক বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করেছেন। তারা জানান, বিগত সরকারের আমলে যারা আওয়ামী লীগ করতেন এবং আওয়ামী লীগের সন্ত্রাসী ছিলেন তারা এখনও বনানী থানা এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সম্পদ দখল করছেন। এসময় তাদের হাতে আওয়ামী লীগের পদপদবি প্রাপ্ত কিছু নেতাকর্মীদের ছবি দেখা যায়। যা তারা গণমাধ্যম কর্মীদের দেখান।
বিক্ষুব্ধ জনতারা বলেন, আগে যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন তারা বিএনপিতে অনুপ্রবেশ করে বিএনপির সাথে যুক্ত হয়ে বিভিন্ন স্থাপনা দখল করছেন। তারা তাদের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে বনানী থানার সামনে অবস্থান নিয়েছেন।
আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের কার্যক্রম এলাকাতে আর না করতে পারে তার ব্যবস্থা নেওয়ার দাবি করেন বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীরা বনানীর বেলতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
অবশ্য বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সারোয়ার এ বিষয়ে বলেন, তারা কারো পদত্যাগের দাবি নিয়ে বিক্ষোভ করেনি। গত কয়েকদিন আগে দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে তারা অবস্থান নিয়েছিলেন।