

মোঃ আক্তারুজ্জামান,স্টাফ রিপোর্ট
ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ২৭ জানুয়ারি রবিবার সকাল নয় ঘটিকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক
মোঃ ফাইজুর, বিষ্ণুপদ মন্ডল আলমগীর এর সঞ্চালনায় যে সমস্ত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা হলেন ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান, ভাঙ্গা উপজেলার একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস প্রমুখ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন প্রধান ও বিশেষ অতিথিদের ব্যাচ পড়িয়ে তাদের আসন গ্রহণ
করতে বলেন। অত্র বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা মনোরম পরিবেশের মাধ্যমে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ গ্রহণ করেন। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা খুবই আনন্দিত বোধ প্রকাশ করেন। এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার সুশীল সমাজের বিভিন্ন পেশা জীবির ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ।