মার্চ ২৩, ২০২৫
Home » রাজধানীর নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন
Black And White Globe Y2k Streetwear Logo (1)

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকেই নীলক্ষেতে ৭ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি, ঘটনাস্থলে আরও ৫ প্লাটুন পুলিশ রিজার্ভ রাখা হয়েছে।

এর আগে, ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে সাত কলেজের চূড়ান্ত পরীক্ষাসহ সোমবারের (২৭ জানুয়ারি) সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়।

সংঘর্ষের পটভূমি

পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সাত কলেজের তিন শতাধিক শিক্ষার্থী গতকাল সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধের পর রাত সাড়ে ১০টার দিকে তারা মিছিল সহকারে নীলক্ষেত মোড়ে ঢাবির মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন।

সংঘর্ষের ঘটনা

শিক্ষার্থীদের অবস্থানের এক পর্যায়ে ঢাবির বিভিন্ন হল থেকে কয়েকশ’ শিক্ষার্থী বেরিয়ে এসে সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেন। পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হন।

সাত কলেজের অভিযোগ

সাত কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের দাবি নিয়ে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) বরাবর স্মারকলিপি জমা দিলেও তিনি বিষয়টি উপেক্ষা করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের ভর্তির আসন সংখ্যা কমানোসহ অন্যান্য সমস্যা নিয়ে আলোচনার জন্য প্রো-ভিসির কাছে গেলে তিনি অশোভন আচরণ করেন এবং বলেন, “সাত কলেজ সম্পর্কে কিছু জানি না।” তার এ ধরনের আচরণের প্রতিবাদেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পদক্ষেপ

সংঘর্ষের ঘটনার পর নীলক্ষেত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। জরুরি প্রয়োজনে আরও পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি রাখা হয়েছে।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসন দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নেবে কিনা, তা নিয়ে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *