

মোঃ আকবর আলী, স্টাপ রিপোর্টার
গত ২৬ শে জানুয়ারী, কুড়িগ্রাম রাজারহাটে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষ্যে নতুন ভোটারদের সাথে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ) শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে শিক্ষার্থীদের মাঝে এ মতবিনিময় করেন। এর আগে তিনি চাকিরপশার ইউনিয়নের জোলা পাড়া গ্রামে নতুন ভোটার প্রণয়ন প্রক্রিয়া পরিদর্শন করেন।
শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে তিনি ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্র, স্বচ্ছ ভোট গ্রহণ ও প্রদানের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এসময় শিক্ষার্থীদের ভবিষ্যতে নেতৃত্ব সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের উৎসাহ প্রদান করেন।
নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ) বলেন- “নির্বাচন কমিশনের বর্তমান গঠন কাঠামোয় নির্বাচনের চাবিকাঠি নির্বাচন কমিশনারের হাতে নেই”। তবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন ২৬ সালের শুরু অথবা মাঝামাঝি সম্ভাব্য সময়ে ভোট অনুষ্ঠিত হবে। আপনাদের মিডিয়ায় উঠে এসেছে ভুয়া ভোটার তালিকা প্রনয়নের। আমরা স্বচ্ছ তালিকা তৈরি করতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তালিকা তৈরির কাজ করছি।
কুড়িগ্রাম রাাজারহাট উপজেলার নির্বাচন অফিসারের কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর, উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিম, অধ্যক্ষ এটিএম শওকত আকবর, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন সহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।