মার্চ ২১, ২০২৫
Home » সত্য সংবাদ প্রকাশে দেবহাটার কুলিয়ায় চায়ের দোকান্দারের সন্তুষ্ট প্রকাশ
IMG_20250127_141701

আবুল হাসান,স্টাফ রিপোর্টার

অনেক সময়ে সত্যকে ধামাচাপা দিয়ে মিথ্যার আশ্রাও গোপনে কিছু বিনিময়ে নিয়ে সঠিক বিচার করতে এড়িয়ে যায়।সঠিক বিচার করলেন ইসমাইল হোসেন চাকমা। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকায় সত্য সংবাদ প্রকাশ হয়েছে। সেটি হচ্ছে, দেবহাটা উপজেলার কুলিয়ায় ২৬ জানুয়ারী সকালে  মারপিটও সঠিক বিচার হয়েছে প্রকাশ্য কোন
রকম আড়ালে হয়নি।খবর টি ২৭ তারিখে প্রকাশিতও সকালে কুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন চায়ের দোকান্দার পড়ে এবং বলেন,সত্য সংবাদ প্রকাশ হওয়ায় সন্তুষ্টি খুবই ভালো হয়েছে। আমরা কামনা এলাকায় ঘটে যাওয়া সত্য কথা মানবাধিকার প্রতিদিন পত্রিকায় প্রকাশে সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরে পড়লে একটি সুফলাফলের আশাবাদী।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *