

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ড. এনামুর রহমান এনামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক জানান, ড. এনামুর রহমানের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের একাধিক মামলার আসামি ড. এনামুর রহমান এনাম এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এনাম এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ (প্রাইভেট) লিমিটেড এবং এনাম ক্যান্সার হাসপাতালের মালিক।
গত জুলাই-আগস্ট মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সাভার ও আশুলিয়ায় সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ড. এনামুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে ডিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।