

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে বাংলাদেশি নাগরিক আহাদ মিয়া (৪৫) নির্মমভাবে নিহত হয়েছেন। নিহত আহাদ মিয়া কুলাউড়া উপজেলার নয়াবস্তি এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
ঘটনার বিবরণ স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের নয়াবস্তি এলাকায় প্রতিবছরের মতো এবারও আহাদ মিয়া ফসল চাষের জন্য জমি ইজারা নেওয়ার চেষ্টা করছিলেন। তবে এ বছর জমি ইজারা না দেওয়াকে কেন্দ্র করে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীদের সাথে আহাদ মিয়ার কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে ভারতীয় নাগরিকরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। আহাদ মিয়ার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই বিকেল ৪টার দিকে আহাদ মিয়া মারা যান।
পুলিশের প্রতিক্রিয়া কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম অাপচার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তের উত্তেজনা ও নিরাপত্তা এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। সীমান্ত এলাকায় বারবার এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ।