মার্চ ২১, ২০২৫
Home » গাজীপুরের টঙ্গীতে চাকুরির নামে প্রতারক চক্রের বিশাল সাম্রাজ্য
1000106831 (1)

মোঃ মাহবুবুর রহমান সোহেল, স্টাফ রির্পোটার 

দেশের বিশাল সংখ্যক বেকারত্বের সমস্যা কে সুযোগ নিয়ে প্রতারক চক্রের বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছে শহরের বিভিন্ন স্থানে।
এক ভূক্ত ভুগির কাছ থেকে ঘটনা সূত্রে যানা যায়,গত 25 জানুয়ারি ফেসবুকে এমন চটকদার বিজ্ঞাপন দেখে তাদের দেয়া নাম্বারে ফোন দেই এবং আমাকে তাদের অফিসে যেতে বলে।
 তাদের অফিসের নাম পদ্মা লজিস্টিক সার্ভিস, ঠিকানা: টঙ্গি হোসেন মার্কেট। অফিসে থাকা একজন স্মার্ট ছেলে আমাকে ফর্ম পূরণের জন্য ১৫০০ টাকা চায়, কিন্তু আমি ২ দিন সময় নিয়ে চলে আসি। আবারো গত ২৫ তারিখ একইভাবে ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দেখে তাদের নাম্বারে কল দেই এবং তারা আমাকে অফিসে যেতে বলে।
এবার তাদের অফিসের নাম ছিল ফাহমিদা লজিস্টিক কোম্পানি, ঠিকানা: টঙ্গী, বড়বাড়ি। কিন্তু সেখানে গিয়ে ঘটলো এক অবাক কান্ড। পদ্মা লজিস্টিক, হোসেন মার্কেট অফিসে যে লোকটা ছিল ওই লোক টাই ফাহমিদা লজিস্টিক  ওই অফিসেও। আমি তাকে চিনে ফেলায় সেও থুতুবুতু খেয়ে গেল। তখনো সেই একই কথা নিয়োগ-কর্তা হিসেবে আপনি জয়েন করতে পারবেন, সেলারি ১৪ হাজার টাকা।
মূল কাজ হল এখানে বসে থেকে ফেসবুকে চাকরির বিজ্ঞাপন পোস্ট করা এবং চাকরিপ্রার্থী ডেকে আনা। এটা বিশাল বড় একটা প্রতারক চক্র। টঙ্গী প্রশাসনের কাছে বিনীত অনুরোধ এবং টঙ্গী স্থানীয় সুশীল সমাজের কাছে অনুরোধ আপনারা এই প্রতারকদের শাস্তির আওতায় এনে বেকারদের প্রতারকের হাত থেকে রক্ষা করুন।সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি ফেসবুকে যেকোনো চটকদার বিজ্ঞাপন দেখে তাদের বিশ্বাস করা থেকে দূরে থাকুন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *