মার্চ ১৬, ২০২৫
Home » চুনতিতে শাহ ছাহেব কেবলা প্রবর্তিত মেরাজুন্নবী সঃ মাহফিল সম্পন্ন
FB_IMG_1738042182478

 নুরুল আলম, লোহাগাড়া প্রতিনিধি

মহানবী (সাঃ) এর অসংখ্য মোজেজার মধ্যে পবিত্র মেরাজ অন্যতম শ্রেষ্ঠ মোজেজা মেরাজ পর পৌঁছে নবী জাহের হুয়ে রাজে খফী, বুলে মলায়েক ছব এহি বলাগাল উলা বিকামালিহী বিশ্ববরেণ্য অলিকুল সম্রাট হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ(রহঃ) শাহ ছাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত মেরাজুন্নবী সাঃ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি বাদে মাগরিব চুনতির ঐতিহাসিক মসজিদে বায়তুল্লাহ সীরত ময়দানে এ মাহফিল সম্পন্ন করা হয়। বাদে মাগরিব অধিবেশনে ওয়ায়েজ ছিলেন মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারি। শাহ ছাহেব কেবলার দৌহিত্র মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, ট্রমা,অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান।
আলোচক ছিলেন আল নূর হজ্ব গ্রুপের চেয়ারম্যান আবু নোমান হাফিজুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক মাওলানা কাজি মুহাম্মদ বদরুদ্দীন সাদী। বাদে এশা অধিবেশনে চুনতি হাকিমিয়া কামিল এম এ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাফেজ মাওলানা হাফিজুল হক নিজামীর সভাপ তিত্বে ওয়ায়েজ ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার  সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।মাহফিলে উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমানসহ অন্যান্যরা। মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা কাজ্বী মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন।অনুষ্ঠান পরিচালনা করেন চুনতি তাজবিদুল  কোরআন হিফজখানা ও একাডেমীর পরিচালক হাফেজ মাওলানা মুসা তুরাইন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, ট্রমা,অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান বলেছেন, উম্মতের জন্য মেরাজের উপহার হচ্ছে নামাজ আর নামাজ। নামাজ পড়তে হলে ওযু করা লাগে। সবসময় পবিত্রতা থাকতে হবে। মহানবী (সাঃ) এর অসংখ্য মোজেজার মধ্যে পবিত্র মেরাজ অন্যতম শ্রেষ্ঠ মোজেজা।মিরাজ শব্দের অর্থ ঊর্ধ্ব গমন। মক্কা শরীফ হতে বায়তুল মোকাদ্দাস (ফিলিস্তিন) এবং বায়তুল মোকাদ্দাস হতে ঊর্ধ্বেগমন, সপ্ত আকাশ ভ্রমণ, নবীগণের সাথে সাক্ষাৎ বেহেস্ত-দোজখ দর্শন এবং সিদরাতুল মোনতাহা পর্যন্ত গমন। সিদরাতুল মোনতাহা থেকে রফরফের মাধ্যমে আরশে আযীমে গমন, সেখানে থেকে লা-মাকান ভ্রমণ এবং আল্লাহর দীদার ও সান্নিধ্য লাভ।
প্রিয় নবী নুরুন্নবী (সা.) এর মেরাজ ছিল বাস্তব, শারীরিক ও আধ্যাত্মিক ঘটনা, মেরাজের বাস্তবতার সাক্ষী হচ্ছেন মহান আল্লাহর তায়ালা ও তার পবিত্র কোরআন (সুরা বনী ইসরাইলের ১ম আয়াতে ইরশাদ হচ্ছে, পবিত্র তিনি যিনি রজনীযোগে ভ্রমণ করিয়েছেন তাঁর প্রিয়তম বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, যার আশেপাশে আমি ( প্রচুর) বরকত নাযিল করেছি, যেন আমি তাঁকে আমার কুদরতের নিদর্শনাবলী দেখাই; তিনিই সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সাক্ষী হচ্ছে স্বয়ং রাসূল( সা)। এছাড়া সাক্ষী হচ্ছেন স্বয়ং জিবরাইল (আ:সা:) ও সকল ফেরেশতা।মেরাজ যে স্বশরীরে সংগঠিত হয়েছিল তা আজ আধুনিক বিজ্ঞান দ্ধারাই প্রমানিত।মেরাজ মুসলমানদেরকে আল্লাহ তায়ালার আশ্চর্য সব সৃষ্টি নিয়ে ভাবতে শেখায়, গবেষণা করতে উদ্বুদ্ধ করে। এ কারণেই বর্তমানে পবিত্র মেরাজকে নিয়ে বিস্তর গবেষণার প্রয়োজন তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *