মার্চ ২১, ২০২৫
Home » পাইকগাছায় মোবাইল কোর্ট অভিযান: অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন, নিষিদ্ধ উপকরণ ব্যবহার কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
FB_IMG_1738064445033

এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা খুলনা

গত ২৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখে পাইকগাছা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযানে বাজারের বিভিন্ন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়।
এসময় মোবাইল কোর্টের অভিযানে একটি মিষ্টান্ন তৈরির কারখানাকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিষিদ্ধ কাপড়ের রং এবং ফ্লেভার মিশিয়ে মিষ্টি বিক্রয়ের উদ্দেশ্যে তৈরি করার অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে জব্দকৃত অবৈধ মালামাল যেমন নিষিদ্ধ রং, উপকরণ এবং অস্বাস্থ্যকর পণ্যসমূহ তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনস্বার্থে পাইকগাছা বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন আরও জানিয়েছে, ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বাজারের সব ব্যবসায়ীকে সতর্ক করা হচ্ছে, যাতে কেউ যেন কোন প্রকার অবৈধ বা অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহার না করে।
এছাড়াও, উপজেলা প্রশাসন তাদের কার্যক্রমে বাজারে উপস্থিত সকল দোকানদারদের স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। ভবিষ্যতে আরো কঠোর অভিযান পরিচালনার মাধ্যমে পাইকগাছা বাজারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে প্রশাসন তার উদ্যোগ অব্যাহত রাখবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *