

দীনেশ চন্দ্র রায়,পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় হুরায়রা (১১) নামে ৫ম শ্রেনীর ছাত্রীর গলায় ওড়না পেচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গড়ুইখালী এলাকা থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহের সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। থানায় অপমৃত মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ- পুলিশ পরিদর্শক আহাদ আলী জানান, উপজেলার গড়ুইখালী ইউনিয়নের গড়ুইখালী গ্রামের খানজাহান গাজীর ৫ম শ্রনী পড়ুয়া মানসিক ভাসাম্যহীন মেয়ে হুমায়রা সোমবার বিকাল ৫ টার দিকে উঠানে খেলছিল। তার মা বাড়ির রান্না করছিলো। পরে যে কোন সময় বসতঘরে আড়ার সাথে নিজ ওড়ানা পেচিয়ে ঝুলে ছিলো। তার মা সন্ধান্য ৬ টার দিকে পান খাওয়ার জন্য বসত ঘরে আসলে দেখে মেয়ে হুরায়রা গলায় ওড়না পেচিয়ে আড়ার সাথে ঝুলে আছে।
মায়ের ডাক চিৎকারে এলাকার মনুষ ছুটে আসে। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় অপমৃত মামলা হয়েছে।