

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নববর্ষ-২০২৫ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী মোদি বলেন, “নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর আপনাদের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। আমাদের দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আগামীতে আরও গভীর হোক।
সোমবার এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ শুভেচ্ছা বার্তা আন্তরিক সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস চিঠির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভারতের জনগণ ও নেতার প্রতি শুভকামনা জানিয়েছেন।