মার্চ ২১, ২০২৫
Home » বায়তুশ শরফ আনজুমনে তোলাবায়ে সাবেক্কীনের প্রীতি সম্মেলনে ও মিলনমেলা
1000068257

মো:আজগর আলী,জেলা প্রতিনিধি চট্টগ্রাম 

 ২৮ জানুয়ারি ২০২৩ ঈসায়ীতে দেশের স্বনামধন্য দ্বীনি বিদ্যাপীঠ চট্টগ্রাম মহানগরীর বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার ৪০ বছর পূর্তি উদযাপন ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়। বায়তুশ শরফ আনজুমনে তোলাবায়ে সাবেক্বীন এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাহবারে বায়তুশ শরফ ও মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ)। স্বাগত বক্তব্য রাখেন ৪০ বছর পূর্তি এবং প্রীতি সম্মিলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহাম্মদ আবদুল করীম, শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আমিনুল ইসলাম।
প্রাক্তন কৃতিছাত্র প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন ও হাফেজ মোহাম্মদ মফিজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত আলোচক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদের, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল হক।
অনুভূতি প্রকাশ করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে আলোচনা পেশ করেন মাওলানা আবুল হায়াত মোহাম্মদ তারেক, প্রফেসর ফরিদ আহমদ, মুহাম্মদ মেছবাহুল ইসলাম, হাফেজ মাওলানা মুশতাক আহমদ, মুহাম্মদ আবদুল খালেক।
প্রাক্তন ছাত্রদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- এস.এম. সাজ্জাদ হোসাইন- ৮৬ ব্যাচ, হাফেজ মুজিবুর রহমান বেলাল -৮৯ ব্যাচ, মাওলানা মীর মোশাররফ হোসাইন কুতুবী- ৯০ ব্যাচ, আনোয়ার ছিদ্দীক চৌধুরী- ৯১ ব্যাচ, মোহাম্মদ শফিউল আজম-৯২ ব্যাচ।
৪০ বছর পূর্তি এবং প্রীতি সম্মিলন শেষে এ.এস.এম মনিরুল ইসলাম ফারুককে সভাপতি, এস.এম. সাজ্জাদ হোসাইনকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত প্রীতি সম্মিলন অনুষ্ঠানটি “প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের এক অভূতপূর্ব মিলনমেলায়” পরিণত হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *