

মোঃ আক্তারুজ্জামান,স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তুজারপুর শামসুদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে ২৮ জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল আট ঘটিকায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাওসার মাতুব্বরের সঞ্চালনায় যে সমস্ত ব্যক্তিবর্গ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা হলেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, ভাঙ্গা উপজেলার একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বি শ্বাস প্রমুখ। বিদ্যালয়ের নতুন ভর্তিকৃত কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করা হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শি ক্ষক ,সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের কার্যকলাপ মনোরম পরিবেশে সম্পন্ন হয়। এছাড়া
ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিভিন্ন সুশীল সমাজের বিভিন্ন পেশা জীবির ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।