

মোঃ সেলিম রেজা, স্টাফ রিপোর্টার
মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা গ্রামে আজ রাত আনুমানিক ৯ ঘটিকার সময় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি’র দুই গ্রুপের কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত লোকজন বিএনপি সমর্থিত লোকজনের উপর আক্রমণ করে।
এ সময় ফিরোজ (৩৫) পিতা আব্দুর রহিম এবং আব্দুর রহিম (৬৫) পিতা মৃত আব্দুর রশিদ মন্ডল গুরুতর আহত হন। হামলা কারীরা হলেন একই গ্রামের ১ হাফিজুল, ২ রবিউল, ৩ রফিক, ৪ রাজ্জাক, ৫ লিখন পিতা শামসুল, ৬ লিখন, পিতা সানোয়ার, ৭ আইর পিতা শহির বক্স এবং ৮ সাজেদুল পিতা আক্কেল।
প্রত্যক্ষদর্শীরা জানান আওয়ামী লীগ সমর্থিত ৮-১০ জন রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে বিএনপি সমর্থিত লোকজনের উপর আক্রমণ করে। এসময় বিএনপি সমর্থিত দুজনের মাথায় চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে। আহত দুইজনকে স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসারা আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আইন-শৃঙ্খলা ও পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।