

মোঃ আব্দুল হামিদ,মেহেরপুর
স্থানীয় জনগনকে শরীরচর্চায় উদ্বুদ্ধকরনে পৌর বাজেট বিষয়ক এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। সিটিজেন নেটওয়ার্কের সহযোগীতায় মানব উন্নয়ন কেন্দ্র মউকের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়, মউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাংনী ও পৌর প্রশাসক প্রীতম সাহা,সভার লক্ষ্য
ও উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মউকের নির্বাহী প্রধান,নারীদের মুক্তভাবে চলার জন্য বিভিন্নভাবে আলোচনা করেন বিভিন্ন রোগ ও স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন অফিসার ইনচার্জ গাংনী থানা বানী ইসরাইল,সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দীন, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী ও সচিব মোঃ শামীম রেজা, সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও যুবসমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় অর্ধশতাধিক মানুষ অংশগ্রহন করেন, অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মি ফাহিমা আক্তার।