

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
রানিং অ্যালাউন্সসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। এর ফলে, সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গতকাল সোমবার রাত পৌনে একটায় কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস ছাড়ার পর আর কোনো ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। আজ মঙ্গল বার সকালে বিভিন্ন গন্তব্যে যাত্রার পরিকল্পনা করা যাত্রীরা এই অচলাবস্থার কারণে বিপাকে পড়েছেন।
কর্মবিরতির কারণ সমিতির দাবি, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন সুবিধা এবং আনুতোষিক সুবিধা প্রদানের প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। রানিং স্টাফ, অর্থাৎ ট্রেন চালক, গার্ড এবং টিকিট চেকাররা দীর্ঘ চার বছর ধরে এই দাবির বিষয়ে কর্তৃপক্ষের সাড়া পাননি রানিং স্টাফদের দাবি অনুযায়ী, ট্রেনে দায়িত্ব পালন শেষে হেডকোয়ার্টারে ফিরে ১২ ঘণ্টা বিশ্রাম এবং আউটার স্টেশনে ফিরে ৮ ঘণ্টা বিশ্রামের নিয়ম রয়েছে। তবে রেলওয়ের প্রয়োজনে এই সময়সীমা ভেঙে কাজ করালে, তাদের ‘মাইলেজ’ সুবিধা (বাড়তি ভাতা) প্রদান করা হয়। কিন্তু এই সুবিধা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না।
মন্ত্রণালয়ের অনুরোধ এবং আন্দোলনকারীদের অবস্থান সমস্যা সমাধানে সোমবার একাধিক বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। মন্ত্রণালয় থেকে যাত্রী ভোগান্তি বিবেচনায় নিয়ে কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ করা হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, দীর্ঘদিনের অবহেলা এবং প্রতিশ্রুতি পূরণে গড়িমসির কারণে এই কর্মবিরতি ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। যাত্রীদের দুর্ভোগ লাঘবে সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।