মার্চ ২৫, ২০২৫
Home » শেরপুরে আন্ত:উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
PIC 2828282828(28) (1)

মো: কায়সার উদ্দিন,স্টাফ রিপোর্টার

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, শেরপুর এর উদ্যোগে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে তারু ণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারী) দুপুরে শেরপুর কালেক্টরেট ব্যাডমিন্টন চত্বরে শেরপুরে আন্ত : উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

খেলা শেষে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের একক ও দ্বৈত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো; আমিনুল ইসলাম।

ওই সময় জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, কোচ-খেলোয়াড় ও পরিচালকগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ আন্ত:উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টে জেলার ৫ উপজেলার ৫টি দল একক ও দ্বৈত ক্যাটাগরিতে অংশগ্রহন করে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *