

মো: কায়সার উদ্দিন,স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, শেরপুর এর আয়োজনে সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তর ফদার মাহমুদুর রহমান।
বিশেষ অতিধি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঞা। জেলা তথ্য অফিসার মুহা ম্মদ আবুল খায়েরের সঞ্চালনায় সভায় ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফজলুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভা পতি কাকন রেজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজিব-উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সসহ জেলা প্রশাসন, জেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় মিডিয়া প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।