

মোঃ টিটো মিজান,শৈলকূপা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটইবাজারে একটি অটো রাইস মিলের পাশ থেকে মিঠুন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৮:৩০ মিনিটে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।মিঠুন শৈলকুপার উমেদপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে। শৈলকুপা থানার ওসি জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৪ নং দুধসর ইউনিয়নের ফলিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ ফারুক হোসেন পেশায় কৃষক এবং তার স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লক্ষ টাকার সম্পদ ডাকাতি করে। এতে ফলিয়া গ্রামে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আবার গতকাল দিনের বেলায় শৈলকূপা জনতা ব্যাংক থেকে গ্রাহক সাড়ে ৮ লক্ষ টাকা উত্তোন করে যাওয়ার সময় ছিনতাইয়ের কবলে পড়লে সাধারনত জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এতে বাংক গ্রাহকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এক দিনের ব্যাবধানে আইনশৃঙ্খলা এহেন পরিস্থিতিতে জনসাধারণের মনে জান মালের নিরাপত্তা,আতঙ্ক, ছড়িয়ে পড়েছে।