

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, রাষ্ট্র চালাবে জনগণ। জনগণ যাদের পছন্দ করবে, তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে, এবং তারাই দেশ শাসন করবে। এটি নিয়ম এবং গণতন্ত্রের মৌলিক ভিত্তি সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা শহরের লক্ষিকোল রাজারবাড়ী আল্লা নেওয়াজ খাইরু একাডেমি মাঠে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকার জন্য সব নিয়ম ভঙ্গ করেছে। জোর করে ক্ষমতায় থেকে মানুষকে ভোট দিতে দেয়নি, তাদের মত প্রকাশের অধিকার হরণ করেছে। শত শত মানুষকে হত্যা করেছে, লাখ লাখ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠিয়েছে। জনগণ ভোট দিতে না পেরে তাদের অধিকার হারিয়েছে। কিন্তু ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এখন বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হতে হবে, যেখানে মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “বিগত ১৭ বছরে দেশের আলেম-ওলামাদের উপর যে অত্যাচার হয়েছে তা নজিরবিহীন। মুফতি আমির হামজার মতো ইসলামী বক্তাদেরও কথা বলার কারণে কারাগারে বন্দি থাকতে হয়েছে। শুধু আমির হামজাই নন, দেশের বিভিন্ন মসজিদের ইমাম এবং ধর্মীয় ব্যক্তিদের উপরও অমানবিক নির্যাতন চালানো হয়েছে। শাপলা চত্বরে যেভাবে গণহত্যা করা হয়েছে, তা বাংলাদেশের জনগণ ভুলে যায়নি।
তিনি আরও অভিযোগ করেন, “গত ১৭ বছরে আওয়ামী লীগের দৌরাত্ম এতটাই বেড়েছিল যে তারা শুধু রাজনৈতিক কর্মীদের ওপর নয়, ধর্মীয় ব্যক্তিত্বদের ওপরও নির্যাতন চালিয়েছে। আল্লাহর অলিদের হত্যা করেছে এবং তাদের ওপর নানা অত্যাচার চালিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লা নেওয়াজ খাইরু একাডেমির প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব, রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন সম্রাট, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলিমুজ্জামান এবং পৌরসভা যুব বিভাগের সভাপতি মো. রাজু আহমেদ। উল্লেখ্য, তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।