মার্চ ২৩, ২০২৫
Home » সাতক্ষীরায় ধুলিয়ারে বালিথায় পাঁচ বছরের শিশু ধর্ষণের চেষ্টা
1000056235

এস,কে শুভ ,সাতক্ষীরা  নিজস্ব প্রতিবেদক 

পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা তারই চাচা লম্পট আব্দুল্লাহ। চাচাতো ভাইয়ের মেয়ে ইয়াসমিন বয়স ছয়। এবার প্রাইমারিতে ভর্তি হয়। তার চাচা লম্পট আব্দুল্লাহ পিতা আনারউদ্দিন গ্রাম বালিতা পূর্ব পাড়া খাবারের প্রলোভন দেখিয়ে ঘরের ভিতরে ডেকে নিয়ে এই অনৈতিক কর্মে লিপ্ত হয়। শিশু কন্যার বাবা প্রতিদিনের নেয় সে ইট ভাঙ্গা মেশিনের কাজ করে তার মত সে কাজে চলে যায়। মেয়েটির মা তার কাজে ব্যস্ত থাকে। এই সুযোগের সদ্ব্যবহার করে শিশু ইয়াসমিনকে তার চাচা খাবার খাওয়ার লোক দেখিয়ে তার ঘরের ভেতরে নিয়ে যায় এবং একপর্যায়ে তার সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয় । তার চাচী হঠাৎ ঘরের ভিতরে প্রবেশ করে দেখে এই ঘটনা।

এতে করে এলাকায় জানাজানি হয় দ্রুত শিশু বাচ্চাটাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসে। মেয়েটির বাবা হাবিবুল্লাহ জাতীয় মানবাধিকার কে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে । বাচ্চাটির খালা জাতীয় মানবাধিকার কে জবানবন্দী দেয় এবং বলে যে এই লম্পট আব্দুল্লাহ তার বোনের বাচ্চাকে ধর্ষণ করেছে তার বোন তাকে বিষয়টা খুলে বলে এবং চিকিৎসা রত ডাক্তার ধর্ষণের যে আলামত শিশুদের যৌনাঙ্গে লক্ষ্য করে বলে তার স্বজনদেরকে জানায় এবং মেয়েটির গোপনাঙ্গ ক্ষত সৃষ্টি হয়।   অপরাধী লম্পট আব্দুল্লাহ  ধর্ষণ করেছে বলে তার খালা বিষয়টি নিশ্চিত করে জাতীয় মানবাধিকার কে । তারা এর সঠিক বিচার চায় এবং ভবিষ্যতে যেন এই ধরনের কাজকর্ম আর কেউ মাথায় চিন্তাও করতে না পারে তার কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি করে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *