মার্চ ২৫, ২০২৫
Home » সুন্দরবনের দুবলার চরে অস্ত্রসহ তিন ডাকাত আটক
1737998815-22ffef2e2ae9e372526672539c107db3 (1)

ফাত্তাইন নাঈম, স্টাফ রিপোর্টার 

সুন্দরবনের দুবলার চর থেকে একটি বিদেশি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড তাজা কার্তুজসহ কুখ্যাত দয়াল বাহিনীর তিন ডাকা তকে  আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি জানান, দয়াল বাহিনী দীর্ঘদিন ধরে দুবলার চর এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ এবং অন্যান্য অপরাধমূ লক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। সোমবার সকালে আনুমানিক ৬টায় ওই বাহিনীর সদস্যরা নিরীহ জেলেদের ওপর হামলা চালালে জেলেরা আত্মরক্ষার্থে প্রতিরোধ গড়ে তোলে।
জেলেদের সঙ্গে হাতাহাতির একপর্যায়ে তারা ডাকাতদের জাল দিয়ে আটক করতে সক্ষম হয়। পরে কোস্ট গার্ড ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় ডাকাতদের আটক করে। অভিযানে দয়াল বাহিনীর তিন সদস্য, মো. রহমত মোড়ল (২৬), মো. রবিউল মোল্লা (২৬), এবং মো. জাহাঙ্গীর শেখ (৫১)-কে আটক করা হয়। তারা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা।
অভিযানের সময় আটক মো. রবিউল মোল্লার কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড পাওয়া যায়। কোস্ট গার্ডের কর্মকর্তা জানান, জব্দকৃত অস্ত্র ও আলামতসহ আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *