মার্চ ২১, ২০২৫
Home » বর্নাট্য আ‌য়োজ‌নে  পা‌লিত হ‌লো এম কে টে‌লি‌ভিশ‌নের  দশম প্রতিষ্ঠাবার্ষিকী
Messenger_creation_A275F2FA-0671-477E-836A-CF12C27C12E0 (1)

সাগর আহম্মেদ, গাইবান্ধা প্রতিনিধি 

নয়  পে‌রি‌য়ে  দ‌শে পদার্পন ,সবার সা‌থে এম‌কে টে‌লি‌ভিশন” এই শ্লোগান‌কে সাম‌নে রে‌খে গাইবান্ধার পলাশবা‌ড়ি‌তে বর্নাঢ‌্য আ‌য়োজ‌নে  পা‌লিত হ‌লো এম‌কে টেলিভিশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী। ২৮ জানুয়ারী  মঙ্গলবার দুপুর‌ে  উপ‌জেলা প‌রিষদ হল  রু‌মে এমকে টে‌লি‌ভিশ‌নের প্রতিনিধি  ও  পলাশবা‌ড়ি ম‌ডেল প্রেসক্লাবের  সাধারন সম্পাদক  মাসুদার রহমান মাসু‌দের উ‌দ্যো‌গে আলোচনা সভা ও  কেক কাটা অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।
পলাশবাড়ী ম‌ডেল প্রেসক্লা‌বের সভাপ‌তি র‌বিউল হো‌সেন পাতার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন,পলাশবা‌ড়ি উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আল ইয়াসা রহমান তাপাদার। বি‌শেষ অ‌তিথি হি‌সে‌বে , পলাশবা‌ড়ী আদর্শ ডিগ্রী ক‌লে‌জের অধ‌্যক্ষ গোলাম মোস্তফা, উপ‌জেলা জামায়া‌তে আ‌মির আবু বক্কর সি‌দ্দিক, উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা ন‌কিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ সামাদ মন্ডল, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারন সম্পাদক পাপুল মিয়া
পলাশবাড়ী রি‌পোটাস ইউ‌নি‌টির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম । আ‌রো বক্তব‌্য রা‌খেন, পলাশবা‌ড়ি খবর বাড়ী ২৪ . কম এর সম্পাদক  মুশ‌ফিকুর রহমান মিলটন,  সাংবা‌দিক ফেরদাউস মিয়া, ইমরান সরকার, সাহারুল ইসলাম, আ‌মিরুল ইসলাম,সাগর আহ‌ম্মেদ,আরিয়ান রা‌কিব, এসআই হা‌বিব, উজ্জলমিয়াসহ অ‌নে‌কেউপ‌স্থিত ছি‌লেন। এর আ‌গে স্বাগত বক্তব‌্য রা‌খেন,এম‌কে টে‌লি‌ভিশ‌নের পলাশবা‌ড়ি প্রতি‌নি‌ধি সাংবা‌দিক মাসুদার রহমান মাসুদ। অ‌তি‌থিবৃন্দরা এম‌কে টে‌লি‌ভিশ‌নের উত্ত‌রোত্তর উন্ন‌তি ও  সফলতা ‌কামনা ক‌রেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *