

সামছুল কিবরিয়া সুমন
কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বরইতলী একতাবাজারে (গরুবাজার) সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত টানা সাতঘন্টা উচ্ছেদ অভিযান চালিয়েছে। বরইতলী রাস্তার মাথা এলাকায় সড়ক বিভাগের এ অভিযানে এস্টেট ও আইন কর্মকর্তা মোহাম্মদ আবদুল লতিফ খানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন কক্সবাজার সড়ক বিভাগ।
অভিযানকালে কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী, উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রাহাত আলম, সড়ক বিভাগের চকরিয়া উপজেলা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো: কুতুব উদ্দীন তালুকদার জেলা পুলিশ লাইনের রির্জাভ পুলিশ, চকরিয়া থানা পুলিশের টিম, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।