

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
কুমিল্লার দেবিদ্বারে চুরির আসামী ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ মহিউদ্দিন (৫০) নামে থানা পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার একটি এলাকায় অভিযান চালানোর সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, মোঃ মহিউদ্দিন দেবিদ্বার থানার একজন নিষ্ঠাবান পুলিশ সদস্য ছিলেন। চুরির ঘটনায় আসামী গ্রেফতারের জন্য অভিযান চালানোর সময় তিনি হঠাৎ করে অসুস্থ বোধ করেন এবং কিছুক্ষণ পর স্ট্রোক করেন। সহকর্মীরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোঃ মহিউদ্দিনের এই আকস্মিক মৃত্যুতে তার সহকর্মী, পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে, তিনি দায়িত্ব পালন করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েছিলেন এবং তার এই ত্যাগ পুলিশ বাহিনীর জন্য গর্বের।
তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হবে তার নিজ গ্রামে। এ ঘটনায় দেবিদ্বার থানার ওসি গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মোঃ মহিউদ্দিনের মৃত্যুতে পুলিশ বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে জানানো হয়েছে।