মার্চ ২৩, ২০২৫
Home » প্রবাসী ছেলেকে দেশে ফিরে পেতে বৃদ্ধা মায়ের আকুতি
IMG-20250128-WA0020

সাতক্ষীরা প্রতিনিধি

মিথ্যা ও হয়রানী মামলা থেকে প্রবাস থেকে ছেলেকে দেশে ফিরে পেতে আকুতি জানিয়েছে বৃদ্ধা এক মা। মঙ্গলবার দুপুরে সাতক্ষীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাট করেন মা মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ উপজেলার মহিষকুড় গ্রামের
মকবুল হোসেনের স্ত্রী।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন,চাকুরীর সুবাদে তার ছেলে প্রায় বছর ধরে সৌদি আরবে রয়েছে। কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে একই এলাকার শেখ সেলিম আহম্মেদ (৪২), আব্দুর রশিদ (৪৫), মোছাঃ মাহমুদা খাতুন (৫০),মোছা. মুক্তা পারভীন (৩৫), শেখ আতিক (২৫), শেখ আব্দুল্লাহ (২২), মোঃ শাহজাহান (৪০) গং রা গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগের তাদের উচ্ছেদ করার জন্য বাড়ির সীমানার পাঁকা প্রাচীর ভাংচুর করে। ওই সময় আমরা বাধা দিলে তারা তাদের বেধড়ক মারপিট করে।একই সাথে
বাড়ির প্রাচীর সহ বসত বাড়ি ভাংচুর করিয়া অনুমান ৫ লক্ষ টাকার- টাকার ক্ষতিসাধন করে।এরপর ২৬ জানুয়ারি সকালে তাদের মহেশকুড় মৌজার ৯৪, ৯৬, ৯৭, ১০৩, দাগের ১৬ শতক জমির সরিষা গাছ উপড়াইয়া ক্ষতি সাধন করে। এছাড়া ছেলে প্রবাসে থাকা কালিন তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে দীর্ঘদিন যাবত।বর্তমানে তার ছেলে দেশে আসলে হত্যা করবে বলে প্রকাশে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ছেলেকে নিরাপদে দেশে ফিরাতে ও মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সহ সেনাকর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *