মার্চ ১৬, ২০২৫
Home » বান্দরবানের লামায় অস্ত্রসহ আটক পাহাড়ি সন্ত্রাসী
jjj

সামছুল কিবরিয়া সুমন 

বান্দরবানের লামায় অস্ত্রসহ মংএনু মারমা (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা।২৭ জানুয়ারি(সোমবার) সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সময় তাকে আটক করা হয়। মংএনু মারমা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে কিছু পাহাড়ি সন্ত্রাসী উপজেলার দুর্গম এলাকাগুলোতে ব্যবসায়ীসহ বিভিন্নজনের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন মংএনুসহ একটি চক্র। তারই অংশ হিসেবে সোমবার চাঁদাবাজি করতে আসলে স্থানীয়রা একটি পিস্তলসহ তাকে আটক করে।
ক্যায়াজুপাড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ  আতিকুর রহমান জানান, সকালে একজন পাহাড়ি ব্যক্তি সরই ইউনিয়ের লম্বাঘোনা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালায়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের ধাওয়া দিলে সেখানে মংএনু অস্ত্রসহ ধরা পড়েন এবং বাকিরা পালিয়ে যায়। এ সময় মংএনুর কাছ থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *