

শিমুল মণ্ডল, যশোর জেলা প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলায় ২৮ জানুয়ারী বেলা আনুমানিক ৪ টার দিকে মনিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে ও একজন গুরুতর আহত। ঘটনার বিবরন ও মনিরামপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় চিনেটোলা টু যশোর মহা সড়কে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদুরে চুক নগর দিক থেকে আসা মাল বাহি ট্রাকের সাথে ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
মনিরামপুর বাজারের ব্যবসায়ী রবিখানের স্ত্রী রুপা খাতুন (৪০) ও ভ্যান চালক (অজ্ঞাত) ঘটনা স্থলেই মারা যায়, ব্যবসায়ী ও নিহত রুপা খাতুনের স্বামী রবিখান গুরুত্বর আহত হয়েছেন রবি খানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুপা খাতুনের কোলে থাকা শিশু বাচ্চা টি অলৌকিকভাবে বেচে আছে। এ রিপোর্ট লেখা পর্যান্ত মৃত ভ্যান চালকের কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন মনিরামপুর ফায়ার সার্ভিসে অফিস।