মার্চ ২১, ২০২৫
Home » শেরপুরে আন্ত:জেলা চোর চক্রের ১০ সদস্য আটক, ৫৫টি মোবাইল ফোন উদ্ধার
PIC 555555555(987) (2)

মো: কায়সার উদ্দিন,  স্টাফ রিপোর্টার

শেরপুর জেলা শহরের রঘুনাথবাজারস্থ কোরাইশী কমপ্লেক্সে মোবাইল ফোনের দোকানে চুরি করে পালানোর সময় আন্ত:জেলা চোর চক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ।এ সময় চোরদের কাছ থেকে তিনটি ব্যাগে রাখা ৫৫টি নতুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) ভোরে টহল পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়।একইদিন বিকেলে সদর থানা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শেরপুরের পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম।

আটককৃতরা হলেন;- শেরপুর শহরের নওহাটা মহল্লার আব্দুর রহমানের ছেলে মো: আক্রাম (৩৫), গৌরীপুর মহল্লার সেলিমের ছেলে বাবু (২৯), খরমপুর মহল্লার বাদশা মিয়ার ছেলে শিমুল মিয়া ওরফে শিমুল চোরা (৩০), শেরপুর সদর উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হৃদয় রহমান (২৫), লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরসামসউদ্দিন গ্রামের ফারুক মিয়ার ছেলে রাসেল (২৩), চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মাইকভাঙ্গা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে

রিয়াজ (৩৫), কুমিল্লা জেলার মোরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের খালেক মিয়ার ছেলে মো: হোসেন (৩২), একই উপজে লার বিল্লালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউনুস (৩৫), ঢাকা জেলার শহীদনগর এলাকার আবদুলের ছেলে রানা (৩০) ও একই জেলার লালবাগ এলাকার বাবুলের ছেলে মো: ফারুক (২৪)। পুলিশ ও দোকানের মালিক সুত্রে জানা যায়, সোমবার রাতে শেরপুর শহরের রঘুনাথবাজারস্থ কোরাইশী কমপ্লেক্সের মাহি টেলিকমের স্বত্বাধিকারী মো: কামারুজ্জামান মিন্টু তালুকদার প্রতিদিনের মতো তার দোকান বন্ধ করে বাড়ি যান। রাতের অন্ধকারে চোর চক্র কোরাইশী কমপ্লেক্সের

প্রধান গেটের তালা কেটে ভেতরে ঢুকে দোকানের শাটারের তালা ভেঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের ৫৫টি নতুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে। চুরির পর তারা মোবাইল ফোনগুলো ব্যাগে ভরে নিয়ে পালানোর সময় শহরের টহল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আইনাল হকের নেতৃ ত্বেপুলিশ সদস্যরা তাদেরকে হাতেনাতে আটক করে। পরে চোরদের কাছ থেকে দুইটি রড কাটার মেশিনসহ তিনটি ব্যাগে ৫৫টি নতুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মাহি টেলিকমের স্বত্বাধিকারী মো: কামারুজ্জামান মিন্টু তালুকদার জানান, তার দোকানে চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৫৫টি নতুন
অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলোর বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম জানান, ওই ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত ১০ জনকে ওই মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, সংঘবদ্ধ আরও কোন চক্র আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *