

মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ জানুয়ারি, বুধবার সকাল ১১ টায় কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান মেলা-২০২৫’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।
এই সময় উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেকার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোঃ মনোয়ারুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ তাজমিনুল ইসলাম, ইউএনও অফিসের আইসিটি টেকনিশিয়ান এস এম তারেকুল ইসলাম প্রমুখ।
বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে মোট ২১ টি স্টল। সেগুলো হলো যথাক্রমে কালাই ডিগ্রি কলেজ, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ, নান্দাইল দীঘি কলেজ, কালাই টেকনিক্যাল এন্ড বিএম কলেজ+মাত্রাই বিজ্ঞান ও কারিগরি কলেজ, আর এ মডেল স্কুল এন্ড কলেজ+কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়, বিয়ালা উচ্চ বিদ্যালয়+ইন্দাহার বালিকা উচ্চ বিদ্যালয়+হারুঞ্জা নমিজন আফতারী উচ্চ বিদ্যালয়, ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমি, মাত্রাই উচ্চ বিদ্যালয়+সমশিরা উচ্চ বিদ্যালয়, মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়+জামুরা বাসুরা উচ্চ বিদ্যালয়
পুনট উচ্চ বিদ্যালয়+আঁওড়া উচ্চ বিদ্যালয়, মোলামগাড়ীহাট উচ্চ বিদ্যালয়+মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়, পুনট বালিকা উচ্চ বিদ্যালয়+শান্তিনগর উচ্চ বিদ্যালয়, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়, ছিলিমপুর দাখিল মাদ্রাসা+মাত্রাই মাজার শরীফ দাখিল মাদ্রাসা+গাড়ইল দাখিল মাদ্রাসা+কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসা, হাতিয়র বহুমুখী কামিল মাদ্রাসা
চান্দাইর দাখিল মাদ্রাসা+থুপসারা সেলিমিয়া দাখিল মাদ্রাসা+বোড়াই রাহিমা খাতুন দাখিল মাদ্রাসা+কালাই ইসলামিয়া মহিলা মাদ্রাসা, পুনট দাখিল মাদ্রাসা+শিকটা দাখিল মাদ্রাসা+জগডুম্বর দাখিল মাদ্রাসা+ভূগোইল দাখিল মাদ্রাসা, বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসা+কাদিরপুর ফাজিল মাদ্রাসা+আতাহার বামনগ্রাম দাখিল মাদ্রাসা+পাঁচগ্রাম জান্নাতুন নুর দাখিল মাদ্রাসা, বহুতী আলিম মাদ্রাসা+নওয়ানা দাখিল মাদ্রাসা+পুর এম.এউ ফাজিল মাদ্রাসা এবং আর.এ. মডেল স্কুল এন্ড কলেজ।