

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি
গত ২৮ জানুয়ারি মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ অপহৃত স্কুলছাত্রী (১৬) উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পাওগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী (১৬) স্কুলে যাতায়াতের সময় উপজেলা সদরের ছাতিয়াগাড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাসেল আহম্মেদ (২০) উত্ত্যক্তসহ প্রেমের প্রস্তাব দেয় এবং বিভিন্ন লোভ লালসা ও প্রলোভন দেখায়। স্কুলছাত্রী তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনার দিন গত ২০ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৯টায় ওই ছাত্রী স্কুলে যাবার পথে পাওগাছা ঈদগাঁ মাঠের সামনে পৌছা
মাত্রই পূর্ব থেকে ওৎপেতে থাকা ওই যুবক তার কয়েকজন সহযোগী সহ সিএনজি দিয়ে তার পথ রোধ করে এবং ছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এদিকে স্কুল ছাত্রী বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে অপহরণ এর বিষয়টি জানতে পেরে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোজাখুজি ও উদ্ধারের চেষ্টা করে ব্যার্থ হয়। অবশেষে ২৪ জানুয়ারি শুক্রবার ছাত্রীর বাবা বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ মামলা গ্রহণ করেই বগুড়া শাজাহানপুর উপজেলার চকজোড়া গ্রামের একটি বাড়ি থেকে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার সহ অপহরণকারী রাসেল আহম্মেদকে গ্রেপ্তার করে। পুলিশ জানান, গত বুধবার ২৯ জানুয়ারি অপহৃতা স্কুলছাত্রীকে আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদানসহ ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং গ্রেফতারকৃত আসামিকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।