মার্চ ২১, ২০২৫
Home » দুপচাঁচিয়ায় জলমহাল ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
Screenshot_20250129_125706

সুশান্ত মালাকার,দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি  

গত মঙ্গলবার ২৮ জানুয়ারি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জলমহাল ইজারা স্থগিত ও অবৈধ মৎসজীবী সমিতি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা যুব সমাজের আয়োজনে পরিষদ চত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন, নাঈম কবিরাজ, কাওছার আলী সহ প্রমুখ।
বক্তারা বলেন, দুপচাঁচিয়া উপজেলার ৬টি ইউনিয়নের খাস পুকুর ইজারার জন্য উপজেলা নির্বাহী অফিস থেকে জলমহাল ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এলাকার মৎসজীবী সমবায় সমিতিকে দরপত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। উক্ত সমিতিগুলো বিগত আওয়ামীলীগ সরকারের সময় প্রতিষ্ঠিত। উপজেলা আওয়ামীলীগের শীর্ষ সকল নেতাকর্মীসহ জাতীয় পার্টির নেতাকর্মীদের নামের সমিতিগুলো দরপত্রে অংশগ্রহণ করছে। এক্ষেত্রে বিএনপি, জামায়াত সহ সাধারণ যুব সমাজ উক্ত জলমহাল ইজারা দরপত্রে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হচ্ছে।
এই বৈষম্যর ঘটনায় এলাকায় বিএনপি, জামায়ত সহ সর্বস্তরের মানুষের মনে ক্ষোভের দানা বাঁধছে। বক্তারা বলেন আওয়ামীলীগ জাতীয়পার্টির নামের সকল মৎসজীবি সমবায় সমিতি বাতিলসহ নতুন ভাবে মৎস্যজীবী সমবায় সমিতি গঠনের সুযোগ সহ জলমহাল ইজারা স্থগিত করার দাবি জানান। অন্যথায় বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ সহ বৃহৎ আন্দোলনের হুমকি প্রদান করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *