

স্টাফ রিপোর্টার
২৭ শে জানুয়ারী সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর কাদেরিয়া জামে মসজিদে সবেমেরাজ উপলক্ষে ইশাবাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুতুবউদ্দিন কাদেরিয়ার উদ্যোগে।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, পারুলিয়া আহ্ছানিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আমিনুর রহিম। মাওলানার বক্তব্য শেষে,কুতুবউদ্দিন বক্তব্য দেন।
তিনি বক্তব্যের এক পর্যায়ে উপস্থিতির সম্মুখে রাসুলুল্লাহ (সঃ) এর স্ত্রীদের হিসাব দেখায়।এরপর,রাসুলুল্লাহ (সঃ) উম্মে হানির ঘরে কেন প্রশ্ন তুলে ধরে জনসাধারণের উল্টাবুঝানোর কৌশল। তার বক্তব্য ঘিরে অনেক মানুষের সাথে আলাপ কালে বলেন, কুতুবউদ্দিন কাদেরিয়া বক্তব্য দিয়েছিলো সেটি একবারেই কটুক্তিকর এমনই অভিযোগ । ২৯ শে জানুয়ারী এলাকায় কুতুবউদ্দিনে বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে।অবিলম্বে এলাকাবাসীর পক্ষে তাকে জির্গাসাবাদের দাবী।