

নাসির আহমেদ,স্টাফ রিপোর্টা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফরদাবাদ আকবার আল উলুম আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী মাদ্রাসার খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক, ফারদাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম স্বপন শিকদার।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক রুহুল আমিন,কম্পিউটার শিক্ষক গোলজার হোসাইন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসা আকবার আল উলুম আলিম মাদ্রসার উপাধ্যক্ষ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা মাজেদুল ইসলাম,সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, সহকারী অধ্যাপক আব্দুল বাতেন, বাংলা প্রভাষক আব্দুল মালেক, সহকারী মৌলভী শহিদুল ইসলাম, সহকারী গণিত শিক্ষক সোহরাব হোসেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।