মার্চ ১৬, ২০২৫
Home » মুজিবনগরে মো. জাকির হোসেনকে অভিনন্দন জানিয়ে আলোচনা সভা
Messenger_creation_55730EBF-2F83-4E00-B434-10A4225F7D8F

মেহেরপুর প্রতিনিধি 

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন পুনরায় বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব  হওয়ার গৌরব অর্জন করাই তাকে মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভার মাধ্যমে তাকে সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন স্থানীয় বিএনপির নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম।  সভায় বক্তব্য রাখেন আকবর হোসেন, আলীসুর রহমান, আকবর হোসেন মাস্টার, মো. মোখলেসুর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা মো. জাকির হোসেনের অর্জনকে দেশের শিক্ষাক্ষেত্র ও রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করেন এবং তাঁর ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *