

আবুল হাসান, স্টাফ রিপোর্টার
২০১৮, ইংরেজি সালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৩নং সখীপুর ইউনিয়নের ০১ নাং- ওয়ার্ডের সখিপুর ভাগাড় নামক স্কুল সংলগ্ন রোজার সময় কিছু বয়স্ক মহিলারা সালাতুল তসবিহ নামাজ আদায় করছিলো। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শহিদুল সরদার, সালামতুল্লো গাজী, ইমরার ও সেই সময়ের সখিপুর ইউ পি চেয়ারম্যান শেখ ফারুখ হোসেন রতন মিলে সালাতুল তসবিহ নামাজের অনুষ্ঠানকে জামায়াত ইসলামের গোপন বৈঠক বলে চালিয়ে দিয়েছিলো। ইচ্ছা করলে ইউ পি চেয়াম্যান তাদের কে ছাড়িয়ে নিতে পারতেন, কিন্তুুু সে তা না করে তাদের দেবহাটা থানায় সোপর্দ করেছিলো।যে ব্যাক্তিদের উস্কানিতে সেসময় মহিলাদের নামে মিথ্যা অপবাদ ও জেলহাজতে দেওয়া হয়েছিলো তারা হচ্ছে,মাদক
টেন্ডার, চাঁদাবাজ,লুটপাট,সাধারণ মানুষের হয়রানি, বিভিন্ন অপকর্মের ঘটনায় জড়িত এমনই জানিয়েছেন অনেকেই বলে জানা গেছে। রত্ননের চেয়ারম্যান হওয়ার পুর্বে জমিছিলো কতবিঘা বর্তমানে কতবিঘা জমি করে নিয়ে গেছে। টাকার গরমে অপকর্মের দিক দৌড়ে চলেছিলো।সেই ধরনের ব্যাক্তিদের মধ্যে অনেকেই প্রকাশ্য দিবালোকে ঘুরে ফিরে বেড়ায়ে চলেছে। সখিপুর কলেজ মাঠে রত্ননের হাতেও তার লোকজনের উস্কানিতে সুন্দর জীবন ঝরে যাওয়ার পথে গিয়েছিলো-রাখে আল্লাহ মারেকে। অপরাধের সাথে জড়িত তাদের কে সচেতন মহলের পক্ষে অবিলম্বে গ্রেফতারও জমিজমা এবং ব্যাংবালেন্চ হিসাবের দাবী।