

মীর মোঃ আব্দুল হালিম ষ্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ জেলা শাখার টিম নিয়ন্ত্রণ বিষয়ে একটি আলোচনা সভা তারিখ : ২১/০১/২০২৫ ইং রোজ : মঙ্গলবার বিকাল ০৫.০০ ঘটিকার সময় সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মোমিন,পরিচালক (প্রশাসন) আন্তর্জাতিক আইন সহায়তা প্রদানকরী সংস্থা,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও যুগ্ন-বার্তা সম্পাদক দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ পত্রিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মোঃ আব্দুল হালিম
পরিচালক ও সভাপতি মোহাম্মাদ আনিসুর রহমান ,আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা,সিরাজগঞ্জ জেলা শাখা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আনিসুর রহমান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ জুয়েল,মোঃ শামছুর রহমান,মোঃ কাইয়ুম, মোঃ শফিকুল ইসলাম,অমিত কুমার ঘোষ,মোঃ কামরুল ইসলাম,মোঃ শরিফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা,সিরাজগঞ্জ জেলা শাখা। প্রধান অতিথি মোঃ আব্দুল মোমিন সিরাজগঞ্জ জেলা শাখার টিম এর কাজ দ্রুত চালু করার জন্য ও বিভিন্ন দিক নির্দেশনা দেন।
পরিচালনায় ছিলেন মীর মোঃ আবুল হালিম,পরিচালক , আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা, সিরাজগঞ্জ জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আনিসুর রহমান,সভাপতি,আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা,সিরাজগঞ্জ জেলা শাখা। বিশেষ অতিথি আলোচনার মধ্যমে বলেন জেলা শাখার অফিস নিয়ে দ্রুত অফিসের কার্যকলাপ বাস্তবায়ন করার জন্য আহ্বান জানান।
পরিচালক মীর মোঃ আব্দুল হালিম বক্তব্যে বলেন অফিস পরিচালনা করার জন্য একটি সুকাঠামো ভবন ভাড়া নিয়ে টিম নিয়ে সৎভাবে মানব সেবায় নিয়োজিত থেকে জেলার দায়িত্ব প্রাপ্ত সকলকে সহযোদ্ধা ভাই হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য অনুরোধ জানান। আলোচনা শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন।