

মোঃ আসিফ, বিশেষ প্রতিনিধি
গোপালপুরবাসী বলেন, স্বৈরাচারী হাসিনার দ্বারা দুইজন নির্যাতিত মানুষ । একজন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত শুধু জাতীয়তাবাদী আদর্শ ধারণ এবং (সাদা দল) করার কারণে বিগত ১৫ বছর বৈষম্যের শিকার প্রশাসনিক সমস্ত কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে । এবং পদোন্নতি থেকে বিরত রাখা হয়েছে । অথচ অনেক জুনিয়র টিচার প্রশাসনিক কাজে অন্তর্ভুক্ত করা হতো যেটা ছিল অপমানজনক ।
আরেক জন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান : সামসুজ্জামান দুদু স্বৈরাচারী হাসিনার দ্বারা বিগত ১৫ বছরে জেল জুলুম মিথ্যা মামলার আসামি হয়ে একাধিকবার রিমান্ডে টর্চারের শিকার । স্বৈরাচার হাসিনা মুক্ত বাংলাদেশে আপনাদের জন্য শুভকামনা । আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অগ্রণী ভূমিকা থাকবে আশাবাদী । দুজনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন গোপালপুরবাসী।ও ছাত্র জনতা