

মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর এর জয়পুরহাটের জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে লাইব্রেরিয়ান মোর্শেদা বিনতে মামুন এর সভাপতিত্বে আগামী ০৫ ফেব্রুয়ারি ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে নিবন্ধিত বেসরকারি পাঠাগারগুলোর দায়িত্বপ্রাপ্ত গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে
প্রস্তুতিমূলক সভা ২৯ জানুয়ারি, বুধবার বিকাল ৩ টায় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গ্রন্থাগারটির বুক সর্টার মোঃ আরিফুল ইসলাম ও ডাটা এন্ট্রি অপারেটর মোঃ শাহিন আলম, জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলার আব্দুর রশীদ তালুকদার স্মৃতি গণপাঠাগার এর উপদেষ্টা এবং ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা মোঃ সামিউল হক সায়িম (সাংবাদিক, জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন), জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক (সাংবাদিক, বাংলা ভিশন টিভি চ্যানেল), পত্যাশা পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, এসো পড়ি পাঠাগারের সভাপতি সুফিয়া বেগম প্রমুখ।