

বিপ্লব কুমার দাস, নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া শিল্পকলাএকাডেমি চত্বরে বিএনপির পদ বঞ্চিত নেতা কর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুষ্টিয়া শিল্প কলা একাডেমি মিলনায়তনে বিএনপির রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফার প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা চলছিল, এমন সময় হঠাৎ করে কুষ্টিয়া জেলা বিএনপির পদ বঞ্চিত নেতা কর্মীরা শিল্প কলা একাডেমি চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দুপুর ১টার দিকে অনুষ্ঠিত সমাবেশে পদ বঞ্চিত নেতা কর্মীরা,, জিয়ার সৈনিক এক হও লড়াই করো, অবৈধ্য কমিটি মানিনা মানবো না, মামা ভাগ্নের কমিটি মানিনা, মানবোনা শ্লোগানে মুখরিত করে তোলে নেতা কর্মীরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ বশিরুল আলম,মাহফুজ আহমেদ খান, সাবেক ছাত্র নেতা সহ প্রমূখ।