

মো:আজগর আলী,জেলা প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আল্লামা সাঈদী (রাহি.)এর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে শুভেচ্ছা বিনিময় করেন চসিক মেয়র, চট্টগ্রাম বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সাথে পাশাপাশি বসে একে অন্যের খোঁজ খবর নেন।ডা.শাহাদাত হোসেন সংক্ষেপে বক্তব্যও রাখেন তিনি তার বক্তব্যর বলেন
রাজনীতিতে নানান পথ, মত,নানান মতো বিরোধ থাকলেও পাশাপাশি বসা এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থানও জরুরি। ফ্যাসিস্ট আ.লীগ নিজেদের রাজনৈতিক স্বার্থে জাতিকে বিভক্ত করতে এটা পুরোপুরি ধ্বংস করে ফেলেছিল। ২৪ এর বিপ্লবকে সফল করে সোনার বাংলাদেশ গড়তে হলে সবাইকে একসাথে পারস্পরিক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেই পথ চলতে হবে আগামীদিনে।সর্বশেষ তিনি সবার শান্তি কামনায় দোয়ায় অংশ গ্রহণ করেন এবং তাফসির মাহফিলের সাফল্য কামনা করেন।