

সুশান্ত মালাকার,দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়ার জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপি তারুণ্যের উৎসব মেলার সমাপনী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ৩০জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গোলাম ফারুকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জিয়ানগর ইউনিয়ন বিএনপির সাবেকসভাপতি আলহাজ্ব মোজাফফর রহমান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান মিজান,শিক্ষক ওবাইদুর রহমান প্রিন্স, বিএনপির নেতা আজিজার রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জিয়ানগর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী, প্রধান শিক্ষক ফজলুল হক, ময়েন উদ্দিন, ইউপিসদস্য শহিদুল ইসলাম, বিদ্যা লয়ের সহকারী প্রধান শিক্ষক রাজ্জাকুল হায়দার, সহকারী শিক্ষক পলাশ কুমার কুন্ডু, আব্দুর রহিম, মিন্টু চন্দ্র বর্মন, দীপঙ্কর বসাক,নুরুননবী, শাহিনুর আলমসহ শিক্ষক- শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।