

মোঃ গোলাম মোরশেদ, পাঁচবিবি
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন কুসুম্বা ইউনিয়নে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুসুম্বা ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ান কৃষক দলের সদস্য সচিব জনাব জুয়েল আহাম্মেদ এর সঞ্চালনায় কুসুম্বা কৃষক দলের আহবায়ক গোলাম মওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা কৃষক দলের আহবায়ক কৃষিবীদ জনাব সেলিম রেজা ডিউক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কৃষকদের অধিকার আদায়, কৃষির উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারের সহায়তা নিশ্চিত করতে কাজ করছি। আমাদের একত্রিত প্রচেষ্টায় কৃষকরা তাদের প্রকৃত অধিকার ফিরে পাবে। এ ধরনের কৃষক সমাবেশ দেশের কৃষক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজুসহ উপজেলা, ইউনিয়ানের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।