মার্চ ২৫, ২০২৫
Home » পাইকগাছায় অগ্নিকান্ডে নিঃস্ব হলো মিষ্টি ব্যবসায়ী নারায়ণ শীল 
Messenger_creation_35B810C7-1297-4F48-8A7E-7D62626F7535

দীনেশ চন্দ্র রায়,পাইকগাছা খুলনা

খুলনার পাইকগাছায় ভয়াবহ অগ্নিকান্ডে  নিঃস্ব হলো মিষ্টি ব্যবসায়ী।  মঙ্গলবার গভীর রাতে উপজেলার চাঁদখালী ইউপি’র কাটাখালী বাজারের নারায়ন শীলের আধাপাঁকা টিনের  ছাউনীর মিষ্টির দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।   আগুনে পুড়ে দোকানের সকল প্রকার মিষ্টি,ফ্রিজ,চেয়ার-টেবিল,ফার্নিচার,ময়দা-চিনি,চাউলের বস্তাসহ সবকিছু ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ী নারায়ণ শীল বললেন, এতে আমার  সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তিনি ধারনা করছেন, মিষ্টির দোকানের চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। তিনি  সরকারের সহয়তা চেয়েছেন তিনি  আরোও বলেন,রাতে  দোকানের রান্না’র চুলায় জ্বালানী কাঁঠ দিয়ে বাড়িতে চলে আসি।
রাত ১টার দিকে লোকমুখে জানতে পারি দোকান আগুনে  পুড়ছে। স্থানীয় ব্যবসায়ী সুজিত দেবনাথ বলেন, রাত সাড়ে ১২ টার দিকে নারায়ণ শীলের মিষ্টির দোকানের পিছনে আগুনের সুত্রপাত ঘটে। টের পেয়ে আমরা ক’জন জল দিয়ে নেভানোর চেষ্টা করি, কিন্তু  নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এরই মধ্যে ৯৯৯ ফোন দিয়ে ফাঁয়ার সার্ভিসের সহয়তা চাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে তালা উপজেলা থেকে ফাঁয়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌছানোর আগেই  সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *