

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার আইনশৃঙ্খলার মাসিক সভা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভা পত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান (স্বপন), সাধারণ সম্পাদক আব্দুর রহিম উপ জেলা জামা য়াতের আমির মাওলানা ওমর আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজশাহ্, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন
তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ইমাম মোয়াজ্জিম সমিতির সভাপতি মাওলানা আজিজুর রহমান সহ প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এইসব সিদ্ধান্তর বিষয়ে ইউপি চেয়ারম্যানদের দায়িত্বশীল ভূমিকা পালন ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।